Weight Loss করার জন্য খান ৫টি খাবার Top 5 foods যা আপনার ওজন কমাতে
সাহায্য করবে। ওজন কমানোর বিষয়টা বেশ গোলমেলে। সকলের জন্য সব পদ্ধতি কাজ
করে না, সবাই একই পদ্ধতিতে ওজন কমাতে পারেন না। কিছু খাবার আছে যেগুলো
শরীরের চর্বি কাটাতে সাহায্য করে। বিশেষ করে পেটের মেদ কমাতে উপকারী এইসব
খাবার সম্পর্কে জানা থাকলে ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয়।
কারো এক রকম ডায়েটে কাজ দিলে অন্য কারোই আবার সেটায় ওজন বাড়ে। ব্যায়ামের
ক্ষেত্রেও তাই। তাছাড়া লিঙ্গ ও বয়স ভেদেও ওজন কমানোর প্রক্রিয়াতে আছে আকাশ
পাতাল পার্থক্য। তবে রয়েছে এমন কিছু উপায়, যেটা অবলম্বন করলে যে কারো ওজন
কমতে বাধ্য।
Weight Loss করার জন্য খান ৫টি খাবার
(1) Grape (আঙুর)
ওজন কমাতে আঙুর ম্যাজিকের মতো কাজ করে | এর মধ্যে থাকা phyto chemicals
শরীরে ইনসুলিনের মাত্রা কমায় | ক্যালোরিও কমে | ফ্যাট জমতে দেয় না |
meal-এর আগে অল্প আঙুর বা সারা দিনে তিনবার grape juice খেলে ওজন কমবেই
কমবে |
(2) Cinnamon (দারচিনি)
Quarter teaspoon of cinnamon- অনেক benefit | রোজ খেলে Blood Sugar,
Cholesterol, Triglyceride-এর level কম করে এবং নিয়ন্ত্রণে রাখে |
ব্রেকফাস্টেও সামান্য পরিমাণে খেতে পারেন |
(3) Chili peppers (লাল লঙ্কা)
খুব ভালো weight-loss boost | ব্রেকাফাস্টে Spicy Egg-white Omelet বা
Scrambled Egg-এ red chili মিশিয়ে খান | লঙ্কায় থাকা capsaicin আপনার
appetiteকে suppress করবে |
(4) Fennel Tea (মৌরির চা)
এতে রয়েছে প্রচুর পরিমাণে Potassium, Magnesium ও Calcium | এছাড়া
Vitamin B ও C | Fennel Tea খিদে কমায় ও metabolism boost করে, যা সত্যিই
ওজন কমাতে সাহায্য করে |
(5) Salad
রোজ main meal খাওয়ার আগে low calorie salad
খেলে ওজন কমানো কেউ আটকাতে পারবে না | তবে salad-এ veg item-এর সঙ্গে কখনই
fatty dressing নেবেন না | বরং সামান্য Olive Oil ও Balsamic Vinegar
স্যালাডে মিশিয়ে খান |
Top tips to lose weight
Eat regularly:
খিদে পেলেই খান তবে ভাজাভুজি নয় | Good snacks হলো Vegetable Sticks and
Low Fat Chips, Scones, Sandwiches, Toast, Smoothies and Low Fat or Diet
Yogurt.
Take a walk at lunch time:
কাজটা সামান্য কিন্তু benefit অনেক | অফিসে বা বাড়িতে যেখানেই থাকুন lunch-এর আগে সামান্য হেঁটে নিন বা exercise করুন|
Go shopping with a list:
List করে food shopping করুন | সময় ও শরীর দুই-ই বাঁচবে | অযথা
Chocolate counter-এর সামনে দাঁড়িয়ে থাকবেন না | এতে tempted হবেন্| result
হবে weight gain | এর থেকে ভালো ভরা-পেটে shopping করা |
Don’t be conned by marketing:
অনেক Packed Food-এর উপর লেখা থাকে ‘low fat’ | এর মানে কিন্তু Low
Calorie নয় | Dessert Food-এ low fat থাকলেও অনেক সময় sugar amount বাড়িয়ে
দেয় | তাই কী খাচ্ছেন তা আগে জেনে নিন |
Get Support:
যদি long term-এ ওজন কমাতে চান তবে আপনার surrounding support খুব জরুরি
| আপনার diet, lifestyle যদি আরও এক family member মেনে চলে তবে আপনার
পক্ষে এসব চালিয়ে যাওয়া সম্ভব হবে, কারণ আপনিও যা করছেন তাতে morale
support হবে |
পুষ্টিবিজ্ঞানীরা ৭ ধরনের খাদ্যোপাদানকে ‘ম্যাজিক ফুড’ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, Weight Loss করার জন্য ৫টি খাবার খেলে ওজন অবশ্যই কমবে।